ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলা

মানিকগঞ্জে শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলা

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সবুজে সাজানো এক নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব)।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বনায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে বসবাস উপযোগী করে গড়ে তোলা সম্ভব। এটি কেবল পরিবেশ সুরক্ষাই করবে না, দেশের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, একজন মানুষের প্রতিদিন প্রায় ৫৫০ লিটার অক্সিজেন প্রয়োজন হয়, যা আমরা গাছ থেকেই পেয়ে থাকি। তাই সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

উদ্বোধনের পর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ফল ও বনজ গাছের স্টল ঘুরে দেখেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়, যা নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টিতে সহায়ক হবে।

এই মেলা মানিকগঞ্জের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে এবং একটি সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

মানিকগঞ্জ,বৃক্ষ ও ফলজ মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত