ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদী সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান-২৫ উদযাপিত

ঈশ্বরদী সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান-২৫ উদযাপিত

ঈশ্বরদী সরকারি কলেজে দুই দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান-২৫ উদযাপন উপলক্ষ্যে ডকুমেন্টারি প্রদর্শন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) কলেজের অডিটোরিয়ামে সকালে অনার্স ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে সকল শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এর আগের দিন সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার মধ্যে ইতিহাস বিভাগে অনুষ্ঠিত অনার্স ও ডিগ্রী পাস কোর্সের শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ (১০০০ শব্দের মধ্যে) রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী সরকারি কলেজের আয়োজনে অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনের এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২৫ উদযাপন কমিটির আহ্বায়ক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মুরারী মোহন দাস।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ঈশ্বরদী সরকারি কলেজ,জুলাই গণঅভ্যুত্থান,উদযাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত