
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ছোট ভাই হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় ভাই স্বপন সেখকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
সে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার অধিবাসী। জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন। ওই আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের ২৪ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপন সেখের সাথে ছোট ভাই রোকনের সংঘর্ষ বাধে এবং একপর্যায়ে বড় ভাই ছোট ভাই রোকনের বুকে ধারাল ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এ মামলার তদন্ত শেষে বড় ভাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।