
চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা দৌলাগাজী প্রধানীয়া বাড়িতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে মাছ মরে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন চাষীরা।
বুধবার (৩০ জুলাই) ভোরে ওই বাড়ির মাছচাষি কামাল, প্রবন ও মনির হোসেনর যৌথ চাষকৃত পুকুরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে মাছচাষীরা প্রতিদিনের মতো পুকুরে গেলে দেখতে পান পানিতে মরা মাছ ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যেই প্রায় সব মাছই মরে ভেসে ওঠে। চাষিরা ধারণা করছেন-মঙ্গলবার দিনগত রাত কিংবা ভোরে কোনো একসময় শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষীরা জানান, মাত্র ১২ দিন আগে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন, যার আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। এর আগেও ২০ দিন পূর্বে একই পুকুরে বিষ প্রয়োগের একটি ঘটনা ঘটেছিল। এতে ক্ষতি হয়েছে তাদের প্রায় দুই লাখ টাকা। তারা আশঙ্কা করছেন, পূর্বের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী কামাল হোসেন, প্রবন মিয়া ও মনির হোসেন বলেন, আমরা কয়েকজন মিলে মাছ চাষ শুরু করি। সব মিলিয়ে বেশ ভালো অগ্রগতি হচ্ছিল। কিন্তু বারবার এভাবে বিষ প্রয়োগে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করুক এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক।
এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত মাছচাষীরা।