ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে একটি ইলিশ ২১ হাজার টাকায় বিক্রি!

চাঁদপুরে একটি ইলিশ ২১ হাজার টাকায় বিক্রি!

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মৎস্য আড়ত মাছঘাটে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হলো ২১ হাজার টাকায়। চাঁদপুরের পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের নৌ-সীমানার মেঘনা নদীতে ধরা পড়ে বিশালাকৃতির এই রাজা ইলিশটি।

বুধবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর মৎস্য আড়তের শান্তি ফিস নামের ইলিশের আড়তে দরকষাকষির এক পর্যায়ে ইলিশটি ২১ হাজার টাকায় বিক্রি হয়। এতে প্রতি কেজির দাম পড়ে ৭ হাজার টাকার চেয়ে কিছুটা কম।

ইলিশটি ধরার পর ভালো দাম পাওয়ার আশায় লক্ষ্মীপুর জেলা মৎস্য আড়ত থেকে চাঁদপুর মাছঘাটে নিয়ে আসা হয় চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজার মৎস্য আড়তে।

প্রতিযোগিতার মাধ্যমে ইলিশ মাছটির দর হাঁকা হলে সেখানে মাছটির দাম ওঠে ২১ হাজার টাকা। রহস্যজনক কারণেই (চাঁদপুরের পদ্মার সুস্বাদু ইলিশ এ ধারণায়) চাঁদপুরে ইলিশের দাম বেশি বলে মনে করছেন ক্রেতারা। ইলিশটির দাম পড়েছে প্রায় ৭ হাজার টাকা কেজি।

শাহ আলম খান নামের চাঁদপুর শহরের একজন ব্যবসায়ী এ ইলিশটি তার মায়ের জন্য কিনেছেন বলে জানিয়েছেন। মূলত, ঢাকায় থাকা মাকে ভিডিও কল করে ফুটেজের মাধ্যমে ইলিশটি দেখান। মায়ের পছন্দ হয়েছে এ জন্য বেশি দামে রাজা ইলিশটি কিনে তিনি পাঠিয়েছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির মাছ ব্যবসায়ী জুয়েল মিয়া ইলিশটি চাঁদপুরে নিয়ে আসেন বেশি দরে বিক্রি করতে। তিনি জানান, মঙ্গলবার একজন জেলের কাছ থেকে ১৪ হাজার টাকায় চকচকে রঙের রুপারী ইলিশ মাছটি ক্রয় করেন তিনি।

সেই জেলেসহ আরও কয়েকজন মিলে মেঘনা নদীতে জাল ফেললে বড় আকারের এই ইলিশটিসহ আরও কিছু ইলিশ ধরা পড়ে। চলতি মৌসুমে এটি একক ইলিশ হিসেবে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া একমাত্র মাছ।

ইলিশ,বিক্রি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত