
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) চৌমুহনী রেললাইন সড়কে মিছিল করে তারা। পরে চৌমুহনীর বাজারের হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়।
এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ, হাসান, রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
ভিডিওতে চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় কিছু কিশোর-তরুণকে কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। স্থানীয় নেতা শিহাবের নামে ঐক্যবদ্ধ থাকার স্লোগান দিয়ে তারা মিছিল শেষ করে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার (ওসি) দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখা ও ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সন্ধ্যায় চৌমুহনী হোসেন মার্কেটের সামনে থেকে শুরু করে ডেল্টা গেইট হয়ে কাচারিবাড়ী মসজিদ হয়ে বড় পোলে এসে শেষ হয়।
এতে তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের রাজনীতি ও বিভিন্ন মিছিল মিটিংয়ের ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন, চৌমুহনী শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান, শরীফপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজাম্মেল হোসেন। যুব বিভাগের সভাপতি নুর উদ্দিন, সেক্রেটারি গোলাম রাব্বানী ইমন, কলেজ শিবির সভাপতি খালেদ সাইফুল্লাহ সেক্রেটারি মোসলেহ উদ্দিন, শহর সভাপতি মোনায়েম হোসেন তাইমিয়া-সহ আরো অনেকেই।