
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঢাকা মুখী একটি বাসের পেছনে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন অন্তত ১২ জন।
দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর দেওয়ান আজাদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
নিহত আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) ময়মনসিংহ নান্দাইল এলাকার আব্দুর রহমানের ছেলে।
আহতদের মধ্যে কয়েকজন হলেন- ময়মনসিংহের ধারা কান্দি, সাত ভাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৪০), ঈশ্বরগঞ্জের হেলাল উদ্দিন (৩৪), হাজেরা খাতুন (৫০), গৌরীপুর, পাচাশি গ্রামের আর্শেদ আলী (৫০), গোদারা ঘাটের সোহেল (৩০)।
ওয়ার হাউজ ইনস্পেক্টর জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি দরবার শরিফে যাচ্ছিল। মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় বাসের চাকা বিকল হয়ে যায়। এক্সপ্রেসওয়ের বাম পাশে বাস রেখে চাকা মেরামতের কাজ করছিল বাসের স্টাফরা। এ সময় মাওয়াগামী দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে বিকল বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন অন্তত ১২ জন।