ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শহীদের আত্মত্যাগই হবে আগামীর দেশ গড়ার প্রেরণা: টুকু

শহীদের আত্মত্যাগই হবে আগামীর দেশ গড়ার প্রেরণা: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগই হবে আগামী দিনের দেশ গড়ার প্রত্যয়-প্রেরণা।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় জুলাই-আগষ্ট শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতি স্তম্ভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে জীবন বাঁচায়। যে পরিবার থেকে যে সন্তান শহীদ হয়। তাদের সেই শূন্যস্থান কখনো পূরণ হয়না। তাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি ও যতটুকু পারি সহযোগিতা করি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নানাভাবে পাঁয়তারা করছে। তারা যেন দেশের ক্ষতি করার জন্য আর না ফিরে আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় শহীদ রঞ্জুর পরিবারের দিকে খেয়াল রাখার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, জেলা বিএনপির নেতা শামীম খান, হারুন অর রশিদ খান হাসান, মোস্তফা নোমান আলাল, মুন্সি জাহিদ আলম, ইমরুল কায়েস প্রেম, আনোয়ার হোসেন রাজেশ, হেদায়েতুল ইসলাম ফ্রুট, রেজাউল জোয়ার্দার, রেজাউল করিম কারেন্ট, লুৎফর রহমান ভুঁইয়া, আব্দুল্লাহ আল কায়েস, জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ,আত্মত্যাগ,টুকু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত