ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কাপাসিয়ায় শাপলা বিলে পাঁচ বন্ধু, পানিতে ডুবে দুইজনের মৃত্যু

কাপাসিয়ায় শাপলা বিলে পাঁচ বন্ধু, পানিতে ডুবে দুইজনের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বামনদিয়া পদ্মবিলে শাপলার সৌন্দর্য উপভোগ করতে এসে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার টেংরা টেপির বাড়ি এলাকার মো. নূরে আলমের ছেলে মো. মাহিন এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজিদ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি মোটরসাইকেলে পাঁচ বন্ধু মিলে পদ্মবিল দেখতে আসেন। পরে তারা একটি ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে বিলে ঘুরে বেড়াতে থাকেন। একপর্যায়ে শাপলা তুলতে তুলতে এবং নৌকার মধ্যে নড়াচড়ার কারণে নৌকাটিতে পানি উঠতে শুরু করে। কিছুক্ষণ পর নৌকাটি গহীন পানিতে ডুবে যায়।

সেই সময় তিনজন সাঁতরে তীরে উঠলেও মাহিন ও বায়েজিদ পানিতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে মাহিনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বায়েজিদ হোসেনের মরদেহ দীর্ঘ সময় অনুসন্ধানের পর উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুইজনের মৃত্যু,পানিতে ডুবে,শাপলা বিল,কাপাসিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত