
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১৭ জন বাংলাদেশিকে চুয়াডাঙ্গার মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর মেইন পিলারের নিকট এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তর হওয়া বাংলাদেশিদের মধ্যে রয়েছে ৪ জন শিশু, ৫ জন নারী ও ৮ জন পুরুষ।
বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তারা। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে। এরপর আজ শুক্রবার চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের মুজিবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমারসহ ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। ভারতের পক্ষে ছিলেন হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ধর্মেন্দ্রসহ ৮ সদস্য।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটক ব্যক্তিদের আজই মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।’