ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ‘নগদ’ থেকে ৪২ হাজার টাকা উধাও, তদন্তে পুলিশ

সিরাজগঞ্জে ‘নগদ’ থেকে ৪২ হাজার টাকা উধাও, তদন্তে পুলিশ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পল্লী উন্নয়ন বোর্ডের এক নারী মাঠকর্মীর নগদ অ্যাকাউন্ট থেকে হঠাৎ ৪২ হাজার ৩৫০ টাকা উধাও হয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ বিশেষ তদন্ত শুরু করেছে।

ভুক্তভোগী মাঠকর্মীর নাম সালমা খাতুন। তিনি শুক্রবার (১ আগস্ট) দুপুরে কামারখন্দ থানায় লিখিত অভিযোগ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ২৯ জুলাই বিকেলে সালমার অ্যাকাউন্ট থেকে প্রথম দফায় ১০ হাজার ১৫০ টাকা এবং পরদিন ৩০ জুলাই দুপুরে দ্বিতীয় দফায় ৩২ হাজার ১০০ টাকা দুটি পৃথক নম্বরে স্থানান্তর হয়। পরে সালমা টাকা তুলতে গেলে তিনি বুঝতে পারেন যে অ্যাকাউন্টে কোনো টাকা নেই।

তদন্তে জানা যায়, ওই অ্যাকাউন্টটি নিয়মিত ব্যবহার করতেন তার এক সহকর্মী, যিনি অন্যান্য গ্রাহকের কিস্তির টাকা সংগ্রহে এই অ্যাকাউন্টটি ব্যবহার করতেন। তবে কীভাবে এই দুই দফায় টাকা স্থানান্তর হলো, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

ভুক্তভোগী সালমা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে জানতে পারেন—তার অ্যাকাউন্টটি ‘হ্যাক’ হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ‘বিশেষ তদন্ত’ শুরু করেছে।

ওসি আব্দুল লতিফ জানান, ‘তদন্তের মাধ্যমে ঘটনাটি উদঘাটনের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্তে পুলিশ,৪২ হাজার টাকা,সিরাজগঞ্জে ‘নগদ’ থেকে ৪২ হাজার টাকা উধাও,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত