
কক্সবাজারের রামু উপজেলায় পুকুরে ডুবে দুই শিশু হতাহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রবিউল আলম (৪) সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম ঘোনার পাড়া এলাকার রবিউল হাসানের ছেলে। আর আহত শিশু মো. আনাস (৩) কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। সে একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল জানান, সকালে শিশু দুটি দোকানে যাওয়ার সময় পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল আলমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত আনাসকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে। নিহত রবিউল আলম নানাবাড়িতে বেড়াতে এসেছিলো। নিহত ও আহত দুই শিশু মামাতো-ফুফাতো ভাই।
রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’