
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক ঘণ্টার মাথায় মো. আরাফাত (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিপাইকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু আরাফাত ওই এলাকার মো. আবুল কালামের ছেলে।
চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, বিকাল সোয়া ৩টার দিকে শিশুটির নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সোয়া ৪টার দিকে উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে অতিরিক্ত স্রোতের কারণে শিশুটি ডুবে গেছে।’
উদ্ধারের পর মরদেহ মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।