
চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা খন্দকার নুসরাত জাহান কবরী। শুরুতেই “জুলাই” বিষয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে চুয়াডাঙ্গার প্রেক্ষাপটে ঐ সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হয়।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় “জুলাই যোদ্ধাদের” গর্বিত মায়েরা তাদের সন্তানদের আত্মত্যাগ, অবদান ও সংগ্রামের কথা তুলে ধরেন। বক্তৃতায় উঠে আসে—এই মায়েদের সাহস, প্রেরণা ও প্রত্যয়েই জন্ম নিয়েছিল এক নতুন বাংলাদেশের স্বপ্ন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘জুলাই যোদ্ধাদের মায়েদের অবদান জাতির জন্য অনন্য। তাঁরা সন্তানদের সাহস যুগিয়েছেন, অনুপ্রাণিত করেছেন দেশ গড়ার লক্ষ্যে। তাদের সেই অবদান ইতিহাসে রঙিন হয়ে থাকবে। জুলাইয়ের জোয়ার থেকেই যে আগস্টের প্রতিরোধ গড়ে উঠেছিল, তা এই মায়েদের আত্মত্যাগের ফসল।’
তিনি আরও বলেন, “মায়েদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ভুলে গেলে চলবে না। সরকার এই যোদ্ধা বাবা-মায়ের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সাংবাদিক শাহ আলম সনি এবং ছাত্র প্রতিনিধি আসলাম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধাদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।