ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। তারা হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের একাবর আলীর ছেলে নবাব চৌধুরী (২৫) ও মোবারকপুর গ্রামের মৃত সেন্টু রহমানের ছেলে সেলিম রেজা (৩৫)। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৪৮০ টাকা, ৪টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেফতার,ফেন্সিডিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত