
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী ছাউনির সামনে থেকে দুটি অস্ত্রসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শান্তারমোড় গ্রামের শাহজাহান আলীর ছেলে সজিব (২২) ও টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে আলমগীর (২৬)। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শাটারগান উদ্ধার করা হয়। ওসি (ডিবি) একরামুল হোসাইন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অবস্থান নেয়।
এ সময় ওই ২ যুবক মটোর সাইকেলযোগে যাচ্ছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিশেষ কৌশলে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় তৈরী উল্লেখিত দুটি অস্ত্র উদ্ধার করা হয়। সেইসাথে তাদের ব্যবহৃত মটোর সাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।