ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে জুলাই রেভল্যুশনারি এলায়েন্সের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কক্সবাজারে জুলাই রেভল্যুশনারি এলায়েন্সের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কক্সবাজারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে জুলাই রেভল্যুশনারি এলায়েন্স।

রোববার (৩ আগস্ট) দুপুরে কক্সবাজার শহরের নর্থ স্টার ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের অবদানকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে “এক শহীদ, এক বৃক্ষ” স্লোগানে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই সময় নর্থ স্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, জুলাই শহিদদের এই উদ্যোগ সময়োপযোগী। জুলাইয়ের ত্যাগকে ধারণ করে দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই রেভল্যুশনারি এলায়েন্স কক্সবাজার জেলা কমিটির সদস্য ইমরুল আজিম, শামশুল আলম শ্রাবণ, মিনার হাসান, আরিয়ান ফারাবি, সালাউদ্দিন আইয়ূবী, ওয়াহিদ আমির, রিয়াজ উদ্দিন ও হুমায়ুন কবির রিফাত।

জুলাই রেভল্যুশনারি এলায়েন্স,বৃক্ষরোপণ,চারা বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত