
সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি যুব সমাজের আয়োজনে মাসব্যাপী মরহুম মির্জা মুরাদুজ্জামানের (৩০তম) মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আলীয়া মাদ্রাসা মাঠে এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় ‘ব্রাজিল’ বনাম ‘ক্রোয়েশিয়া’ দল।
এ উত্তেজনাপ‚র্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোন দলই গোল দিতে না পারায় টাইব্রেকার মাধ্যমে ‘ক্রোয়েশিয়া’ দল ১-২ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ জমজমাট টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। এ আনন্দঘন পরিবেশে খেলা স্থানীয়রা উপভোগ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাবের সভাপতি ডাঃ এম এ লতিফ।
জেলা বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান মিনু'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজমুল হক, বিএনপি নেতা মিলন ইসলাম খান, খোরশেদ আলম মিন্টু, শিল্পপতি মোয়াজ্জেমুল হক রিপন, জিন্নাহ সরদার, আখতারুজ্জামান আখতার ফকির, আসলাম উদ্দিন প্রমুখ।