অনলাইন সংস্করণ
২১:৩৫, ০৩ আগস্ট, ২০২৫
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকাল ৯টায় বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক নেতা লিটন এরশাদ।
নিসচা ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন, আমরা সবাই মানুষের ঘরে জন্ম নিয়েছি বলে আমরা মানুষ। কিন্তু প্রকৃত অর্থে মানুষ বলতে যা বোঝায় আমরা কি সবাই মানুষ হতে পেরেছি। যদি সবাই মানুষ হতাম তাহলে সমাজে এখনও কদর্য থাকতো না। প্রকৃত মানুষ হতে হলে মানবিক হতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। ভালো কাজ করতে হবে। চেষ্টা করতে হবে প্রতিদিন একটি ভালো কাজ করার। বিশেষ করে মানুষের সেবা করা। সেটা যেভাবেই হোক। তা হতে হবে দেশ, সমাজ ও মানুষের জন্য কল্যাণকর। আজ রোকনুজ্জামান যে কাজটি করছেন সেটা হলো আপনাদের সেবা করছেন। এই সেবামূলক কাজের প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস আছে বলেই সুফল পাচ্ছেন। আর এই আস্থা ও বিশ্বাস অর্জনে তিনি এক যুগ ধরে সেবামূলক এই কাজ করছেন। সফলভাবে ১৪০টি চক্ষু শিবির সমাপ্ত করেছেন। তার এই মহতি উদ্যোগকে আরও সমৃদ্ধ করতে আপনাদের এগিয়ে আসতে হবে। সেইসাথে এও মনে রাখতে হবে যে কোন উদ্যোগ তখনই সফল হয় যখন আস্থা ও বিশ্বাস সুদৃঢ় হয়।
হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্স আর সি ওয়াই চাঁদপুর এর সভাপতি ফখরুদ্দিন আহমেদ রিয়াজ, সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান ও কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির দেলওয়ার হোসেন।
হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী প্রিন্সিপাল ইয়াসমিন আক্তারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মো. ফজর আলী বকাউল ও মোহাম্মদ মোখলেসুর রহমান গাজী।
কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ফজর আলী বকাউল।
আলোচনাসভা শেষে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়। পরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার ছয় জন চিকিৎসক প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি লিটন এরশাদকে ও বিশেষ অতিথি ফখরুদ্দিন আহমেদ রিয়াজকে ফুল দিয়ে বরণ করে নেন চাঁদপুরজমিন হাসপাতালে ডায়গনস্টিক সেন্টার এর চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।
অনুষ্ঠানের প্রধান অতিথি লিটন এরশাদ বলেন, ভালো কাজের মধ্যে অন্যতম কাজ হলো মানুষের সেবা করা যা আজ স্বচক্ষে দেখলাম।
রোকনুজ্জামান রোকন করছেন, যার চোখ নাই সে বুঝে চোখের সমস্যা হলে কি হয়। তাই চোখের যত্ন নেওয়া সকলের উচিত।