
মাগুরা শ্রীপুর উপজেলা সদরের শ্যামল শিকদারের মার্কেটে ভিশন শো-রুম জাহিদ ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক গোডাউনে আগুন ধরে প্রায় ৪৯ লাখ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার দুই ঘন্টায় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এবং স্থানীয় জনগণ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
ভিশন শো-রুমের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জানান, ঘটনার দিন বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিটে শো-রুমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। তখন পাশের দোকানদার নন্দী বিশ্বাস ধোয়া দেখতে পান। তিনি এসে বললে দোকানের লোকজনের চিৎকারে বাজারের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নেভাতে সক্ষম হয়।
এতে আনুমানিক ৪৯ লাখ টাকার টিভি-ফ্রিজ, চার্জার ফ্যান, রাইস কুকার, ভেলিন্ডারসহ অন্যান্য উপকরণ পুড়ে যায় বলে জানান তিনি।