ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জ

প্রত্যাহার করা সেই এসপিকে আবার যোগদানের নির্দেশ

প্রত্যাহার করা সেই এসপিকে আবার যোগদানের নির্দেশ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের সেই আলোচিত ঘটনায় প্রত্যাহার করা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে আগের কর্মস্থলে (কিশোরগঞ্জ) যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনের স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশের কথা জানানো হয়।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী কিশোরগঞ্জে কর্মরত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় তিন মাস আগে তাকে প্রত্যাহার করা হয়েছিল। তিন মাস পর তাকে আবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হল।

উল্লেখ্য, গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় তার নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছিল।

এ ছাড়া ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

প্রত্যাহার,এসপি,যোগদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত