ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুদকের পিপি হলেন কক্সবাজারের এড. মোকাররম হোসাইন

দুদকের পিপি হলেন কক্সবাজারের এড. মোকাররম হোসাইন

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মোকাররম হোসাইন। সম্প্রতি দুদকের পক্ষ থেকে তার এ নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

এডভোকেট মোকাররম হোসাইন কক্সবাজারে‌র পেকুয়া উপজেলার উজান‌টিয়ার সন্তান। তার পিতা মোহাম্মদ আমিন সিকদার এবং মাতা মোছাম্মৎ হোসনে আরা বেগম।

তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণে নিজেকে আইন অঙ্গনে প্রতিষ্ঠিত করেন। ইতিপূর্বে তিনি চট্টগ্রামের এডিশনাল পিপি হিসেবে যথেষ্ট সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এডভোকেট মোকাররম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল এডভাইজর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন এবং সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নীতিবান, দায়িত্বশীল ও জনপ্রিয় আইনজীবী হিসেবে পরিচিত তিনি।

পারিবারিক জীবনেও তিনি সফল। তার স্ত্রী আইনুন জা‌রিয়াহ সহকারী অধ্যাপিকা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে দা‌য়ি‌ত্বে আছেন। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান।

মোকাররম পরিবারের অন্যান্য সদস্যরাও শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার ছোট ভাই মীর মোহাম্মদ আকরাম হোসাইন একজন সৎ দক্ষ এবং সুপ‌রি‌চিত সাংবা‌দিক, চ্যানেল টু‌য়েন্টি ফোর এ সি‌নিয়র স্টাফ রি‌পোর্টার হিসেবে চট্টগ্রা‌মে দা‌য়ি‌ত্বে আছেন।

দুদকের নতুন এই নিয়োগকে চট্টগ্রামের আইনজীবী মহল ইতিবাচকভাবে দেখছে। আইন মহলের মতে, এডভোকেট মোকাররম হোসেনের সততা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতা দুদকের কার্যক্রমে নতুন গতি এনে দেবে।

এড. মোকাররম বলেন, রক্তস্নাত বিপ্লবের পর নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। রাষ্ট্রপক্ষ দুর্নীতির ব‍্যপারে জিরো টলারেন্সে থাকবে। প্রসিকিউশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের এতটুকু ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।

দুদক,পিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত