
রাজশাহীর পুঠিয়ায় কাজল (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
কাজল ঝলমলিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় রাতের কোন এক সময় ডাব পারতে গিয়ে গাছ থেকে পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কাজলের বাবা কামাল জানান, আমার ছেলে গাছে ডাব পারতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে।
এ ব্যাপারে থানার এসআই আব্দুল মোনায়েম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।