ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

সিরাজগঞ্জে যমুনা নদীর পাঁচঠাকুরি এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।

নিহতদের একজন হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪০)। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ আরো ২ জনকে গ্রেপ্তার করেছে এবং নৌকা ও একটি মৃতসহ তিনটি গরু উদ্ধার করেছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার রাতে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ সদর উপজেলার যমুনা নদীর পাঁচঠাকুরি এলাকায় গিয়ে নিহত ১ জনকে ভাসমান ও অপরজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে। এসময় তাকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ২ জনের লাশ এখনও ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে কাজিপুর থানার ওসি নূরে আলম বলেন, চোরেরা নৌকাযোগে বগুড়ার সারিয়াকান্দি চর এলাকা থেকে ৩টি গরু চুরি করে নিয়ে কাজিপুর হয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় চরের লোকজন টের পেয়ে চোরের নৌকার পেছনে ১০/১৫টি নৌকায় শতাধিক লোক ছুটে আসে এবং একই এলাকার যমুনা নদীর শুভগাছা এলাকায় ওই দুই চোরকে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়। এ দুইজন পানিতে ভেসে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরি এলাকায় ভাসছিল। প্রায় মধ্যরাতে চোরের নৌকা উদ্ধারসহ ওই ২ চোরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গুরুতর আহত অবস্থায় কাজিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- টাঙ্গাইলের রাঙ্গাচুরিয়া গ্রামের ফারুক (৪০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরিয়া কান্দাপাড়া গ্রামের বিক্রম শেখ (৪৭)।

এ সময় ওই নৌকা থেকে ২/৩ জন নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায় বলেও জানান তিনি। ওসি আরও বলেন, চোরেরা সম্ভবত নৌকায় পা বেঁধে রাখায় একটি গরু মারা গেছে।

সিরাজগঞ্জের নৌ থানার ওসি রফিকুল ইসলাম জানান, চোরেরা রোববার রাতে বগুড়ার ওই চর এলাকার শোনপচা গ্রামের কৃষক আব্দুল মান্নানের দুটি ও আজিজুল হকের ১টি গরু চুরি করে নিয়ে যায়। তারা সিরাজগঞ্জের দিকে আসার পথে যমুনা নদীর ওই স্থানে গণপিটুনিতে দুইজন নিহত হন। এ ব্যাপারে বগুড়ার শাড়িয়াকান্দি থানায় একটি চুরির মামলা হয়েছে।

এদিকে গণপিটুনিতে ওই ২ জন নিহতের ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে অজ্ঞাত শতাধিক আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। ইতোমধ্যেই এ মামলার তদন্ত শুরু হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

গরু চুরি,গণপিটুনি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত