ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডিবি হারুনের ফুপা আ. লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

ডিবি হারুনের ফুপা আ. লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুপা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের মিঠামইন থানা পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে ওমর ফারুক চৌধুরীকে তার মিঠামইনের ইসলামপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওমর ফারুক কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় গত ৮ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি ওমর ফারুক চৌধুরী।

গ্রেপ্তার,ওমর ফারুক,আ. লীগ নেতা,ডিবি হারুনের ফুপা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত