
নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাইজুন নাহার কাজল (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মূলগাঁও ইউনিয়নের পাছ মারকেন্ডা গ্রামের বাসিন্দা মো. শফিকুল আলম টিটুর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট) দুপুরে কাজল তার বাড়ির সামনে নারিকেল গাছের নিচে দৈনন্দিন কাজ করছিলেন। এ সময় গাছ থেকে একটি নারিকেলের ডাল বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। তিনি সেই ডালটি সরাতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ছিঁড়ে তার হাতে লেগে যায় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।