ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মামলার প্রতিবেদন নিয়ে ঘুষ দাবির অডিও ভাইরাল, এসআই বরখাস্ত

মামলার প্রতিবেদন নিয়ে ঘুষ দাবির অডিও ভাইরাল, এসআই বরখাস্ত

কক্সবাজারের রামুতে হত্যাচেষ্টা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন অনুকূলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার একটি অডিও ফাঁস হওয়ার ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে। এই ঘটনায় অভিযুক্ত রামু থানার উপপরিদর্শক (এসআই) চিরঞ্জীব বড়ুয়াকে বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খানকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান।

মঙ্গলবার সকালে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র মতে, সোমবার রাতে বরখাস্ত হওয়া এসআই চিরঞ্জীব বড়ুয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই পুলিশের নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেন। রাতেই বিষয়টি কক্সবাজার জেলা পুলিশ সুপারের নজরে এলে তিনি ওয়াকিটকির মাধ্যমে তৎক্ষণাৎ বরখাস্তের নির্দেশ দেন এবং তদন্ত কমিটি গঠন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাত মাস আগে রামুর হাইটুপী শ্রীকুল এলাকায় সেপটিক ট্যাংকে ধাক্কা দিয়ে হত্যা চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় রুপনা বড়ুয়া বাদী হয়ে রামু থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

এদিকে সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় উক্ত মামলার তদন্ত প্রতিবেদন (চার্জশিট) প্রেরণ সংক্রান্ত কথোপকথনের ৬ মিনিটের একটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। রেকর্ডকৃত কথোপকথনে তদন্ত কর্মকর্তা চিরঞ্জীব বড়ুয়াকে মামলার বাদী রুপনা বড়ুয়ার দেবর সোহেল বড়ুয়ার সঙ্গে কথা বলতে শোনা যায়।

চিরঞ্জীব বলেন, তোমাদের মামলার বিষয়টি নিয়ে আমি স্যারদের সাথে কথা বলেছি। ১ জনের জন্য হলে ৭০ হাজার, ২ জন হলে ১ লাখ। এটা কিন্তু তোমাকে কাল সকালেই দিতে হবে। তোমার সাথে যেরকম কথা হবে, সেরকমই হবে।

তিনি আরও বলেন, বিবাদীরা কিন্তু শিক্ষিত, অনেক টাকা-পয়সা আছে। তাদের আসামি যদি এদিক-সেদিক করে দিই, তোমার থেকে টাকা তারা আরো বেশি দিবে। তুমি ১ লাখ দিলে, ওরা ৩ লাখ দিবে।

বাদীর আইনজীবী শিপ্ত বড়ুয়া বলেন, সাত-আট মাস আগে রামুতে সেপটিক ট্যাংকের ছাদ থেকে এক যুবককে হত্যার উদ্দেশ্যে ফেলে দেওয়া হয়। এরপর তার স্ত্রী রুপনা বড়ুয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, রুপনার দেবর সোহেলের কাছে মামলার প্রতিবেদনে প্রকৃত আসামিদের অপরাধ অন্তর্ভুক্ত করতে ঘুষ দাবি করেন তদন্ত কর্মকর্তা চিরঞ্জীব। ঘটনাটিকে ‘ন্যাক্কারজনক’ উল্লেখ করে চিরঞ্জীবের উপযুক্ত শাস্তি দাবি করেন আইনজীবী শিপ্ত।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান বলেন, বিষয়টি খুবই গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এসআই বরখাস্ত,অডিও ভাইরাল,ঘুষ দাবি,মামলার প্রতিবেদন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত