
রাজস্থলীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে একদিনে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেছেন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী কর্মসূচিতে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান।
রাজস্থলী উপজেলা বিশ্রামাগারের সংস্কারকৃত ভবন, প্রান্তিক জনগণের জন্য যাত্রী ছাউনি স্থাপন প্রকল্প, পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধনসহ বিভিন্ন এতিমখানা ও শিশু সদনে চাল বিতরণ ও বাঙ্গালহালিয়ার খ্যাংদং পাড়ায় শিক্ষার্থী উক্য ছাইং মারমার স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও বাস্তবভিত্তিক এবং প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে। এজন্য আমরা এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করছি।