ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছাত্র-জনতার অংশগ্রহণে চাঁদপুরে ম্যারাথন প্রতিযোগিতা

ছাত্র-জনতার অংশগ্রহণে চাঁদপুরে ম্যারাথন প্রতিযোগিতা

চাঁদপুরে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার(৫আগস্ট) ৩৬ জুলাই সিপি রানার্সের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে চাঁদপুর মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

গত বছর ৫আগস্টের এই দিনে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে ছিল।

ছাত্র-জনতার নেতৃত্বে পরিচালিত আন্দোলনে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এলে শেখ হাসিনা হেলিকপ্টার যোগে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্যয় নেন। পালিয়ে যাওয়ার ফলে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল মানুষের মাঝে বয়ে আনে আনন্দের বার্তা।

এই উপলক্ষে চাঁদপুর সিপি রানার্সের উদ্যোগে ও জেলা প্রশাসন সহযোগিতায় মঙ্গলবার(৫আগস্ট)সকাল সকালে ২'শতাদিক ছাত্র-জনতার অংশগ্রহণে ৩৬০০ মিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মোহসিন উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম,চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আ: মান্নান ও জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।

এই প্রতিযোগিতায় ৩ জন পুরুষ ও ৩ জন নারী বিজয় অর্জন করেন।

তাদেরকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপহার তুলে দেন এবং সকল অংশগ্রহণকারীদেরকে টি শার্ট ও মেডেল উপহার প্রদান করেন। এছাড়া ও অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

এ আয়োজকদের মধ্যে ছিলেন ,সাইফুদ্দিন হিসাম,মো.মোয়াজ্জিম হোসেনসহ আরো অনেকে।

ম্যারাথন,প্রতিযোগিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত