
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা, মিলাদ- দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিদ্যালয়ের হলরুমে আলোচনা, দোয়া এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য সাইফুল ইসলাম মীর প্রমুখ।
মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক (ধর্মীয়) মাওলানা মো. জাকির হোসেন।
সহকারী শিক্ষক মো. ইলিয়াস হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় অধ্যয়নরত শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।
আলোচনা এবং দোয়া শেষে প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।