ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

চাঁদপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মসূচিতে ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ এক ফ্যাসিবাদী শাসনের অধীনে নিপীড়িত, বৈষম্যগ্রস্ত ও পরাধীনভাবে জীবন কাটিয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ছিল সেই শাসনের বিরুদ্ধে জনগণের সাহসী প্রতিরোধ। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ স্বৈরশাসন ও ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এ ঐতিহাসিক আন্দোলন ছিল গণতন্ত্রের পথচলায় এক মাইলফলক। জনগণ চায় শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন একটি বাংলাদেশ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. মাকসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইব্রাহিম খলিল, শহর সভাপতি মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজান খান। উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারি মো. সবুজ খানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা বৈষম্যহীন সমাজ গঠন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ‘দ্বিতীয় স্বাধীনতার চেতনায়’ উজ্জীবিত হয়ে সম্মিলিতভাবে সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান।

গণমিছিল ও সমাবেশ,জামায়াত,জুলাই গণঅভ্যুত্থান দিবস,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত