ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘২৪-এর রঙে গ্রাফিতি’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকারি কলেজ

‘২৪-এর রঙে গ্রাফিতি’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকারি কলেজ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’-এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনা বিকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। সারা দেশের শত শত শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নেয়।

রোববার (৩ আগস্ট) জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।

দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় কলেজটিকে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন বলেন, আমার কর্মস্থলের তিনজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ তথা বড়লেখাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য আমরা গর্বিত।

বড়লেখা সরকারি কলেজ,প্রতিযোগিতায় দেশসেরা,‘২৪-এর রঙে গ্রাফিতি’
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত