
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ করেছে রাজবাড়ী জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মোঃ হারুন অর রশীদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রিংকু, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য দলীয় নেতাকর্মীদের এখন থেকেই মাঠে প্রস্তুতি নিতে হবে। কোনোভাবেই রাতে ভোট গ্রহণ হতে দেওয়া হবে না। যারা গত ১৭ বছর ভোট দিতে পারেনি, এবার তারা অবশ্যই ভোট দেবে।”
তারা আরও বলেন, “মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”