
চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ১৩ জন আহত হয়েছে। বুধবার, ৬ আগস্ট সকাল সাড়ে ৯টায় মহাসড়কের শান্তিরহাট এলাকায় ও ২০ মিনিটের ব্যবধানে পটিয়ার বাইপাস সড়কে পৃথক এদুর্ঘটনা ঘটে। এতে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীসহ ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় পটিয়া থেকে ছেড়ে যাওয়া মমতাজ পরিবহনের একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে উল্টে যায়। এতে বাসের ৮ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস ও ক্রসিং হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম চালান। আহতরা পটিয়ার বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেন। আহতরা হলেন মমতাজ (৩২), শাহ আলম (৩৫), আলি আহমদ (৭০), রাজীব দে (৩৪), মো. মহিউদ্দিন (৪০), অমিত দে (২৫), অশেষ বড়ুয়া(৫০), রোজি বড়ুয়া (৪৫), মোঃ সেকান্দর (৩০)। আহত অন্যান্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বুধবার সকাল ৯.৪০ মিনিটে মহাসড়কের পটিয়া কচুয়াই মহাজনপাড়া এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের সাথে বিজিসি ট্রাস্ট হাসপাতালের ছাত্র বহনকারী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আহত ছাত্র বর্তমানে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
এবিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দীন জানান, ‘পৃথক দুই দুর্ঘটনায় হাইওয়ে পুলিশসহ স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে থানা হেফাজতে নেয়া হচ্ছে।’