
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নারায়ণগঞ্জ জেলা।
মঙ্গলবার সকালে শহরের হাজিগঞ্জে নির্মিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এলজিইডি, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো আহসানুজ্জামনে নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শরিফ আহম্মেদ হাছান, উচ্চমান সহকারী মো আব্দুল মালেকসহ আরো অনেকে।