ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাহরাস্তিতে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহরাস্তিতে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের গোদা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন শাহরাস্তি।

বুধবার (৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে দুটি ভবন ভেঙে দেওয়া হয়েছে। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধার শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঠাকুর বাজারের মাঝ দিয়ে প্রবাহিত মেহের গোদা খালের দুই পাড় দখল করে স্থানীয় কিছু ব্যবসায়ী স্থায়ী ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল।

সম্প্রতি পৌর এলাকার বিভিন্ন খালের পানি প্রবাহ নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়। তারই ধারাবাহিকতায় ঠাকুর বাজারে আনোয়ার হোসেন লিটনের মালিকানাধীন ‘আমানিয়া হোটেল’ নামে একটি দ্বিতল ভবন এবং আমীর হোসেন গাজীর মালিকানাধীন একটি একতলা ভবন অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ভবন মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে শাহরাস্তি উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খাল,অবৈধ স্থাপনা,উচ্ছেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত