
সিরাজগঞ্জের তাড়াশে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) দুপুরে তিনি নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ।
মৃত সাব্বির উপজেলার বারুহাস দক্ষিণ বাগিচা গ্রামের আবু সাইদের ছেলে।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যুবক বুধবার দুপুরে নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।