
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, মানুষের সেবার জন্যে আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করেন। আমি আপনাদের কাছ থেকে শতভাগ কাজ ভালো চাই। আমার কাছে মনে হয় মানুষের মনের কথা শুনেন না। মানুষের মনের কথা শুনলে আপনারা বুজতেন, মানুষেরা আপনাদের কতটা ভালোবাসে বা খারাপ ভাবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে চাঁদপুর পৌরসভা হলরুমে আয়োজিত কাজের মান নিয়ে পৌরসভা ঠিকাদারদের সাথে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, আপনাদের কাজ নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই। পৌরসভার বাজেট খুব কম। সরকার টাকা দিলে পৌরসভা চলে। পৌরসভা যখন বাজেট দেয় তখন চিন্তা করে এই রাস্তায় আর ১০ বছর হাত দেয়া লাগবে না। কিন্তু সেই কাজ যদি ১০ বছরের জায়গাতে ৩ বছর টেকসই হয়, তখন মানুষ কি বলবে। আপনাদের এই কাজ যদি চলমান থাকে তখন মানুষেরা আপনাদেরকে বিন্দুমাত্র ভালোবাসবে না। মানুষ ঘৃণা করে, হয়ত আপনাদের সামনে বলতে পারে না।
তিনি বলেন, আমরা কবে ভালো হবো? সবাই খারাপ কাজ করেন আমি তা বলছি না। যারা করেন তাদের জন্য আমার এই বলা। পৌরসভার কাজকে সেবামূলক কাজ হিসেবে দেখতে হবে, আপনারা নিজের কাজটাকে সেবা বা ধর্ম হিসেবে নেন না। নিজেদের দাম্ভিকতাকে প্রাধান্য দিচ্ছেন।
জেলা প্রশাসক আরো বলেন, লাভ অল্পই হবে, এই লাভ দিয়েই আমাদের চলতে হবে। আপনাদের দয়া করে কাজের মান ভালো করেন। দেশের টাকা আপনারা এভাবে অপচয় করবেন না। বিভিন্ন অপসিস্টেম চালু হওয়া থেকে আমরা বদলাতে চাই। পৌরসভার কাজের গুণগতমান ভালো করতে হবে। পৌরসভার কাজ শুরু করার আগে সংশ্লিষ্টদের জানিয়ে এবং সাথে নিয়ে কাজ করবেন। কাজ সময় মতো করে বিল নিতে হবে। আমরা বদলে যেতে চাই। কবে অন্যে বদলাবে, সেজন্যে বসে না থেকে নিজের আগে বদলাতে হবে। এতকিছুর পরেও যদি আমরা দায়িত্ববান না হই তাহলে কিভাবে হবে। চলেন আমরা দায়িত্ববান হই।