ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ২ বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ২ বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন মহানগর শ্রমিক দলের সভাপতি এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা দু’জনই বিএনপির নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের ঘনিষ্ঠ বলে পরিচিত।

বিষয়টি বৃহস্পতিবার ৭ আগস্ট সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী নিশ্চিত করেন।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড এলাকার নিজ বাসা থেকে এস এম আসলাম এবং ৫ নম্বর ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে টি.এইচ তোফাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।

বিশেষ ক্ষমতা আইনের পাশাপাশি টি.এইচ তোফার বিরুদ্ধে ওই আইনের ১৫(৩)/২৫ ধারা এবং দণ্ডবিধির ৪৩৫ ধারায়ও মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সভাপতি ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, টি.এইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সাবেক যুগ্ম আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জহির জানান, জেলা ম্যাজিস্ট্রেট এস এম আসলাম ও টি.এইচ তোফাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এস এম আসলাম সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকায় মেঘনা জ্বালানি তেলের ডিপোতে আধিপত্য বিস্তার করে চোরাই তেল, চাঁদাবাজি এবং নানা অপরাধে জড়িয়ে পড়েন।

অন্যদিকে, টি.এইচ তোফা শিমরাইল মোড় ও আশপাশ এলাকায় সরকারি জমি দখল করে ফুটপাত দোকান নির্মাণ, ভাড়াবাণিজ্য, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।

গ্রেপ্তার,২ বিএনপি নেতা,চাঁদাবাজির অভিযোগ,নারায়ণগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত