ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভাটেরচরে সড়ক সংস্কারে যুবসমাজের অনন্য দৃষ্টান্ত

ভাটেরচরে সড়ক সংস্কারে যুবসমাজের অনন্য দৃষ্টান্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের ভাঙাচোরা রাস্তায় স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করেছেন হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্যরা।

শুক্রবার সকাল থেকে দিনব্যাপী প্রায় এক কিলোমিটার সড়কে ইটের খোয়া ও সুড়কি ফেলে সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেন তারা।

সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ভাটেরচর এলাকার সড়কটি খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হলেও স্থানীয় প্রশাসন সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বাধ্য হয়ে সংগঠনের সদস্যরা ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় ইটভাটা থেকে খোয়া-সুড়কি কিনে রাস্তা মেরামতের কাজ শুরু করেন।

হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্য এডভোকেট খন্দকার মো. মনিরুজ্জামান সুমন বলেন, ‘আওলাদ বাড়ি থেকে জহির ফার্মেসি পর্যন্ত রাস্তায় বেশি গর্ত রয়েছে এবং দুর্ঘটনাও বেশি ঘটে। মানুষের কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’

সরেজমিনে দেখা গেছে, টাওয়ার সংলগ্ন, আবু তাহেরের বাড়ি ও ফারুক ভাইয়ের দোকানের পাশের রাস্তার অবস্থা সবচেয়ে করুণ। প্রতিদিন এসব স্থানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা বলছেন, ইতিমধ্যে অনেকেই দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন।

গ্রামবাসীরা জানান, যুবসমাজের এই উদ্যোগে সাময়িক স্বস্তি এলেও স্থায়ী সমাধানের জন্য পাকা রাস্তা নির্মাণ জরুরি। তারা দ্রুত সরকারি সহায়তা ও টেকসই সড়ক ব্যবস্থার দাবি জানান।

এই স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারীরা হলেন- আব্দুল জলিল মাস্টার, এডভোকেট মনিরুজ্জামান সুমন, সাংবাদিক শাহাদাত হোসেন সাইমন, রমজান মোল্লা, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, মো. জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবুল হোসাইন বাবু, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার তরিকুল হাসান মোল্লা, মেহেদী হাসান, আবু তাহের, মো. সোলায়মান মোল্লা, মোহাম্মদ নাজমুল হোসেন, মো. হেলাল উদ্দিন, সোহরাব হোসেন বাবু, হাসান খন্দকার, শ্যামল, পাপ্পু, সুমন, মুক্তার, সজিব মোল্লা, শামিম মোল্লা, সৈকত, জাহিদ, জনি প্রমুখ।

অনন্য দৃষ্টান্ত,যুবসমাজ,সড়ক সংস্কার,ভাটেরচর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত