ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দে অবৈধ বালু-মাটি উত্তোলনে অভিযান, ৫ ড্রেজার বিকল

গোয়ালন্দে অবৈধ বালু-মাটি উত্তোলনে অভিযান, ৫ ড্রেজার বিকল

রাজবাড়ীর গোয়ালন্দে মরা পদ্মা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় পাঁচটি অবৈধ ড্রেজার বিকল করে দেওয়া হলেও ড্রেজার মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানের নেতৃত্বে দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফকিরপাড়ায় ২টি, একই ওয়ার্ডের গফুরের দোকান সংলগ্ন স্থানে ১টি, ৬নং ওয়ার্ডের সৈদালীপাড়ায় ১টি এবং ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১টিসহ মোট পাঁচটি ড্রেজার বিকল ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ প্রসঙ্গে ইউএনও নাহিদুর রহমান বলেন, মরা পদ্মা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযানকালে পাঁচটি ড্রেজার বিকল করা হয়েছে এবং এসবের বিদ্যুৎ ও পাইপলাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গোয়ালন্দের মরা পদ্মা ও আশপাশের নদ-নদীতে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। এতে নদী ভাঙন, জমি ক্ষয়, ফসলি জমি নষ্ট ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তবে প্রশাসনের অভিযানের সময় মালিকপক্ষ ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কঠিন হয়ে পড়ছে।

৫ ড্রেজার বিকল,বালু-মাটি উত্তোলনে অভিযান,গোয়ালন্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত