অনলাইন সংস্করণ
১৯:০৮, ০৮ আগস্ট, ২০২৫
মৌলভীবাজার শহরে ফয়জুর রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের শমশেরনগর রোডে রুবেলের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
ফয়জুর রহমান রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের সদাইপাতি (এফ রহমান ট্রেডিং) নামে দোকানের স্বত্বাধিকারী ছিলেন।
শমশেরনগর রোডের স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর রুবেল নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। রুবেলের চিৎকার শুনে স্থানীয় সিএনজি ড্রাইভাররা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতে সেখানে তার মৃত্যু হয়।
শমশেরনগর রোডের সদাইপাতি মার্কেটের সভাপতি ও এফ রহমান ট্রেডিং এর স্বত্বাধিকারী শাহ ফয়জুর রহমান (রুবেল) হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় ব্যবসায়ী সমাজ একাত্মতা প্রকাশ করেছে।
ব্যবসায়ী নেতারা বলেন, এমন হামলা শুধুমাত্র এক ব্যক্তির উপর নয়, এটি পুরো ব্যবসায়ী সমাজের নিরাপত্তার ওপর আঘাত। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারেরও দাবি রাখছি। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকে তদন্ত চলছে এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।