
রাঙামাটির নানিয়ারচর উপজেলা গোল্ডকাপ ফুটবলের শিরোপা জিতেছে ঈগল স্টোটিং ক্লাব। শুক্রবার বিকেলে উপজেলা থানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে কিংস ইলেভেনকে হারায়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।
ফাইনাল দেখতে পাহাড়ি-বাঙালি নারী-পুরুষসহ হাজারো দর্শক স্টেডিয়ামে ভিড় করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, উপজেলার চারটি ইউনিয়নের রেকর্ডসংখ্যক ৮৭টি দল নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নেয়। দুই মাসব্যাপী খেলা শেষে ঈগল স্টোটিং ক্লাব ও কিংস ইলেভেন ফাইনালে ওঠে।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, সদর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা ও যুব ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি বিভায়ন চাকমা।
জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, এত বড় আয়োজন এবং দর্শকের উপস্থিতি বিস্ময়কর। খেলাধুলার উন্নয়নে নিয়মিত এমন আয়োজন দরকার।
তিনি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে দ্রুত জায়গা নির্বাচনের আহ্বান জানান এবং আয়োজকদের জন্য ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, এ ধরনের আয়োজন তরুণদের জাতীয় পর্যায়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং মাদকসহ অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন, রানার্সআপ, সুশৃঙ্খল দল, সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার হাতে পুরস্কার তুলে দেন।