ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ রাজবাড়ীতে হবে: খৈয়ম

ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ রাজবাড়ীতে হবে: খৈয়ম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ রাজবাড়ীতেই নির্মাণ করা হবে। এতে নদী শাসন হবে, দৌলতদিয়া-পাটুরিয়া রুট দিয়েই পদ্মা সেতু হবে এবং রাজবাড়ীর পাংশা এলাকায় স্থাপন করা হবে পদ্মা ব্যারেজ। এই দুটি প্রকল্প অন্য কোনো পথে বাস্তবায়নের সুযোগ নেই।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছরে নদী রক্ষার নামে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে, আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের নদীর উপর কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো নিয়ন্ত্রণ ভারতের হাতে। গঙ্গায় ভারতের ৭২টি বাঁধ রয়েছে, যার মধ্যে সর্বশেষ ফারাক্কা বাঁধ নদীর স্বাভাবিক গতিপথ নষ্ট করেছে। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং দেশের মানুষ বন্যা-খরার চক্রে ভুগছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার ও কাউয়ালজানির ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খৈয়ম জানান, এ বিষয়ে তিনি বেগম খালেদা জিয়া এবং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তারেক রহমান আশ্বাস দিয়েছেন, ক্ষমতায় এলে রাজবাড়ীতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু এবং ভৌগলিক কারণে পদ্মা ব্যারেজও রাজবাড়ীতেই নির্মিত হবে।

তিনি আরও বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এই দুটি মেগা প্রকল্প আমাদের এলাকা দিয়েই বাস্তবায়ন হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন— রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কেএ সবুর শাহিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নিকবার হোসেন মনি, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইচমাইল মোল্লা।

খেয়ম,রাজবাড়ী,পদ্মা সেতু ও ব্যারেজ,ক্ষমতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত