ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিক তুহিন হত্যা, ফুলবাড়িয়ায় মানববন্ধনে দ্রুত বিচার দাবি

সাংবাদিক তুহিন হত্যা, ফুলবাড়িয়ায় মানববন্ধনে দ্রুত বিচার দাবি

গাজীপুরের চান্দানা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে তার নিজ এলাকা ফুলবাড়িয়া উপজেলার সাংবাদিকরা।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংবাদিকসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান এবং প্রশাসনের অকার্যকারিতা নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

তারা বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের পরিচয় পাওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দ্রুত তাদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি তীব্র আহ্বান জানান তারা।

পারিবারিক সূত্রে জানা যায়, আসাদুজ্জামান তুহিন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। ২০০৫ সালে তার পরিবার গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস শুরু করে। তিনি ক্লিনিক ব্যবসার পাশাপাশি গত কয়েক বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন।

দ্রুত বিচার দাবি,ফুলবাড়িয়ায় মানববন্ধন,সাংবাদিক তুহিন হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত