
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, যা দেশের সাংবাদিক সমাজকে গভীর নিরাপত্তাহীনতায় ফেলেছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তারা আরও বলেন, নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন জরুরি।
মানববন্ধনে নরসিংদীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন।