ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাজবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ প্রতিপাদ্যে রাজবাড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

শনিবার (৯ আগস্ট) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর ত্রিপুরা আদিবাসী পল্লীতে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।

কারিতাস বরিশাল অঞ্চলের আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেতা অশোক কুমার রায়।

সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা বাদল চৌধুরী, কারিতাস বাংলাদেশের আইডিপিডিসি প্রকল্পের রাজবাড়ী সিডিও বার্থলোমিও গোমেজ, সিডিএ মিন্টু সাহা ও সুমন বাগদী।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)—সঠিকভাবে ব্যবহার করা গেলে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তারা আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও আইনি প্রতিকূলতার কথাও তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, আইনি সুরক্ষা, জমির অধিকার, শিক্ষা এবং প্রযুক্তিগত দক্ষতা নিশ্চিত হলে আদিবাসীদের জীবনমান উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে।

সভাপতির বক্তব্যে অশোক কুমার রায় বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আগরতলা থেকে পালিয়ে আমাদের ত্রিপুরা সম্প্রদায় রাজবাড়ীর বারবাকপুরে এসে বসবাস শুরু করে। নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা মূলধারার জীবনে মিশে গেছি, কিন্তু এখনও নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। সম্প্রতি আমাদের এক সদস্য জমি বিক্রি করতে গেলে সাব-রেজিস্টার তার জমির রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানান, এবং কেন রেজিস্ট্রি হয়নি তারও কোনো কারণ জানাননি। এটি সরাসরি অন্যায়, আমরা এর সমাধান চাই।’

আদিবাসী দিবস,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত