ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মধুখালীতে মধুমতি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মধুখালীতে মধুমতি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার কাগাট ইউনিয়নের রায়জাদাপুর ঘাট এলাকার মধুমতি নদীর মধ্যবর্তী স্থান থেকে মধুখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, তারা সংবাদ পেয়ে বাগাট ইউনিয়নের রায়জাদাপুর মধুমতি নদীর ঘাট এলাকার নদীর মধ্যবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করেন।

মরদেহের বয়স আনুমানিক ৫৫-৬০ বছর। মুখে প্রায় ২.৫ ইঞ্চি লম্বা সাদা পাকা দাঁড়ি রয়েছে। তার পরনে বা শরীরে কোনো কাপড় পাওয়া যায়নি।

মরদেহের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মরদেহ শনাক্তে জনসাধারণের সহায়তা কামনা করা হয়েছে।

মরদেহ উদ্ধার,অজ্ঞাত,মধুখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত