ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কটিয়াদীতে ১৪০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কটিয়াদীতে ১৪০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ২০২৫ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার সকালে কটিয়াদী সরকারি কলেজ হলরুমে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফকরুল ইসলাম।

উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরে দাওয়াহ ও পরিকল্পনা সম্পাদক আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল এবং জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ প্রমুখ।

ছাত্রশিবিরের সংবর্ধনা,১৪০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী,কটিয়াদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত