
রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া বাজারে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে একটি স-মিল ভাঙচুর করে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আব্দুল মতিন দেওয়ান এ ঘটনায় কালুখালী থানা ও কালুখালী আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মতিন দেওয়ানের বড় ভাই আজাদ আলী দেওয়ান ও ছোট ভাই মো. সোহরাব হোসেন দেওয়ান তাঁদের ছেলেসহ কয়েকজন মিলে স-মিল ভাঙচুর ও দখলের চেষ্টা চালান। বাধা দিতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আব্দুল মতিন দেওয়ান জানান, ‘আমরা পাঁচ ভাই। পৈত্রিক সূত্রে পাওয়া ও বোনের কাছ থেকে কেনা মিলে আমার রাস্তার পাশে ৫.৯৮ শতাংশ জমি রয়েছে। এখানে ২২ বছর ধরে স-মিল বসিয়ে ব্যবসা করছি। জমির মালিকানা আমার নামে রেকর্ড ও নামজারি আছে এবং নিয়মিত খাজনাও পরিশোধ করি। তারপরও দুই ভাই দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে গিয়ে দেখেন দুই ভাইসহ ৮–১০ জন মিলে স-মিলের ঘর ভাঙচুর করছে। বাধা দিলে কেটে ফেলার হুমকি দেওয়া হয় এবং শ্রমিকদেরও তাড়িয়ে দেওয়া হয়। তাঁর জমিতে নির্মিত একটি দোকানঘরও বড় ভাই দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন এবং এর ভাড়াও দিচ্ছেন না।
অভিযুক্ত আজাদ আলী দেওয়ান বলেন, ‘রাস্তার পাশে সব ভাইয়ের জমি থাকার কথা। আমার ভাই কাগজপত্র করে জমি দখল করে রেখেছে। আমরা সালিশের মাধ্যমে ঘর ভেঙেছি।’
তবে কে সালিশ করেছে বা কোনো লিখিত আদেশ আছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। জমির রেকর্ড ও নামজারি যদি ভাইয়ের নামে থাকে, তবে উচ্ছেদের কারণও তিনি ব্যাখ্যা করতে পারেননি।
কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বিষয়টি পারিবারিক। অভিযোগ পেয়েছি। দুই পক্ষকেই শান্ত থেকে বিষয়টি সমাধান করার পরামর্শ দেওয়া হয়েছে।